গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইল কর্তৃক নৃশংস হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ জোহর গাজীপুর কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন। তিনি বলেন, "ইসরাইলের অব্যাহত বর্বর হামলায় ফিলিস্তিনি নারী-শিশুদের হত্যা বিশ্ব মানবতার জন্য হুমকি। এ গণহত্যার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে জোরালো ভূমিকা রাখতে হবে।"

সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমীর খাইরুল হাসান, নায়েবে আমীর হোসেন আলী, মেট্রো সদর থানা আমীর সালাউদ্দিন আইয়ুবী। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা নেয়ামত উল্লাহ শাকের, নজরুল ইসলাম, আশরাফ আলী কাজল, সাদেকুজ্জামান খান, এডভোকেট শাহজাহান সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও তৌহিদী জনতা।

Untitled

বক্তারা যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানান। তারা বিশ্ব মুসলিম উম্মাহসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।