বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে আলেম সমাজের অংশগ্রহণ এবং বিপ্লবী ভূমিকা বিশ্বের দরবারে সময়ের জীবন্ত ইতিহাস হয়ে থাকবে। বিশেষ করে ১ আগস্ট থেকে ৫ আগস্ট উলামায়ে কেরামের নির্ঘুম রাত, কারফিউ-জরুরি অবস্থা, শার্টডাউন, মূষলধারে বৃষ্টি সব কিছুই উপেক্ষা করে ভোররাত থেকেই আল্লাহর সাহায্য চেয়ে ছাত্র-জনতার মিছিলে একাকার হয়ে ময়দানে সক্রিয়ভাবে অংশগ্রহণ। ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানের বিনিময়ে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যে স্বাধীনতা দিয়েছেন তা যেন টেকসই হয় সে তাওফিক কামনা করছি। সকল স্বৈরাচারী গোষ্ঠীর দৃশ্যমান বিচার, কাক্সিক্ষত সংস্কার ও অপরাধ মুক্ত ইনসাফভিত্তিক মানবিক সমাজ বিনির্মাণে সকল মতের আলেম-উলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী উলামা বিভাগের উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে আলেম-উলামা পীর-মাশায়েখ এবং মাদরাসা ছাত্রদের ভূমিকা ও বর্তমান করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

খুলনা মহানগরীর উলামা বিভাগের সভাপতি মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাদ্দিস আবু বকর সিদ্দিক-এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও দারুল উলুম কওমী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. গোলাম ক্বিবরিয়া, ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দারুল উলুম কওমী মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন কাসেমী, খুলনা আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. আব্দুর রহিম, ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তালিমুল মিল্লাত রহমানিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, খুলনা নেছারিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ডি এম নুরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মো. জাফর সাদিক আনসারী প্রমুখ।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে। যা বিশ্ব ইতিহাসের একটি গৌরবময় আখ্যান। দুই হাজার শহীদ, প্রায় অর্ধ লক্ষ আহত-পংগু ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে দেশে সৃজিত হয়েছে নতুন গৌরবময় ইতিহাস। সভাপতির বক্তব্যে মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল গণআন্দোলন নয়, বরং এটি বাংলাদেশের জনগণের দীর্ঘ শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ও রাজনৈতিক পুনর্জাগরণ। ইসলামের ন্যায়পরায়ণতা ও নৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে আলেম সমাজ সে সময় গণআন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন। বর্তমান সময়েও এ ঐক্য ও সচেতনতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।