আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। সম্প্রতি ফতুল্লা সেহাচর ইয়াদ আলী জামে মসজিদে মুসুল্লিদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।

তিনি আরো বলেন চব্বিশের আন্দোলনে ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে আমরা যে স্বৈরাচারীকে বিদায় করেছি। নতুন করে যেন আর কোন স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সেই দিকে খেয়াল রাখতে হবে। মুসুল্লিদের উদ্যোগে তিনি আরো বলেন প্রকৃত পক্ষে মুমিনদের কোন কিছুর হারাবার নেই, আমরা পৃথিবীর কোন চোখ রাঙ্গানো, হুমকি ধামকি ভয় করবোনা। এমনকি হতে পারে আমরা হলাম আল্লাহর সৈনিক, আর আল্লাহর সৈনিকদের দেখে শয়তানরা ভয় পাবে এটাই তো স্বাভাবিক।

ফতুল্লা উত্তর সাংগঠনিক থানা আমীর গাজী আবুল কাসেমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুব আলম, থানা সেক্রেটারি হাফেজ এনামুল হক সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।