মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: সরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে কোন দ্বিধা-দ্বন্দ্ব নেই জানিয়ে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশবাসী আমাদের মধ্যে কোন বিভাজন দেখতে চায় না। এ অবস্থায় আমাদের মধ্যে ঐক্যটাই হচ্ছে সবেচেয়ে বড় দাবি। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রয়োজনীয় যে সংস্কার অপরিহার্য, যৌক্তিক তা করা হোক। এরপর পরই যাতে জাতীয় সংসদ নির্বাচনটা হয়, এ অবস্থানে আমরা আছি, ছিলাম।
নরসিংদীর ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী জেলার জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, "আমরা পরস্পরের শত্রু হয়ে গেছি, আমার মনে হয় জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে এ বিষয়ে সচেতনতা আছে। আমরা ফ্যাসিবাদের জন্য কোন সুযোগ করে দিচ্ছি" এ ধরনের বিষয়ে সবাই সচেতন আছেন। এ বছরের শেষে অথবা আগামী বছরের প্রথম দিকে নির্বাচন চায় জামায়াত। স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হওয়ার প্রায় ৬ মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে। আমরা সবাইকে আহবান জানাচ্ছি সবাই যেন, সাবধানতার সাথে বক্তব্য উপস্থাপন করেন যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়।