সাতকানিয়া সংবাদদাতা : নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আমীর সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এসময় শাহজাহান চৌধুরী উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে সমুন্নত রেখে তার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। জবাবে এম সাখাওয়াত হোসেন বলেন, আপনি (শাহজাহান চৌধুরী) চট্টগ্রামে থেকে দেশ ও দশের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমি অবগত আছি। দেশের জন্য প্রত্যেক নাগরিককে এগিয়ে আসা দরকার।