ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের আহ্বায়কের বিরুদ্ধে কর্তৃক বিএনপির সভাপতিকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতি এয়াকুব শহীদ ও যুবদলের আহ্বায়ক নঈম উদ্দিনের সাথে।

সম্প্রতি উপজেলা সদর কার্যালয়ে সবার উপস্থিতিতে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা নেতৃবৃন্দ বলছে এটি সামান্য ভুল বুঝাবুঝি মাত্র। বড় দলে প্রতিযোগীতা থাকতেই পারে। ফলে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী উপজেলার সুয়াবিল ইউনিয়ন বিএনপির একটি দলীয় বিষয় নিয়ে সমঝোতায় বসেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার ও সদস্য সচিব মো. জহির আজম চৌধুরী। এসময় তাদের সাথে ছিলেন উপজেলা পর্যায়ের অন্তত অর্ধশতাধিক নেতৃবৃন্দ। এক পর্যায়ে সেখানে উপস্থিত হন সুয়াবিল ইউনিয়ন বিএনপি-যুবদলের কয়েকজন নেতাকর্মী। তারা সেখানে গিয়ে হট্টগোল করতে থাকেন এবং সভাপতি এয়াকুব শহীদকে নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এসময় এয়াকুব শহীদের পক্ষের লোকজনের সাথে নঈম উদ্দিনের পক্ষের লোকজনের হাতাহাতি হয়। এতে এয়াকুব শহীদকে বেদম মারধর এবং বিবস্ত্র করেন দলের কিছু নেতাকর্মী। পরে নেতৃবৃন্দ এয়াকুব শহীদকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।