বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে,দারিদ্র্য বিমোচনে যাকাত শীর্ষক, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় স্থানীয় পৌরসভা কমিউনিটি সেন্টারে। প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান বলেন, সমাজতন্ত্র রাষ্ট্র গঠনের বাকশালী স্টাইলে নেতৃত্ব দেওয়ায় দেশের মানুষ মানুষ জিম্মি হয়েছিল। দেশকে স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করার পর এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে দেশকে স্বৈরশাসকের হাত থেকে মুক্ত করা হয়েছে তাদের মধ্যে ঐক্য না থাকলে আবার ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। যাকাতভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারলে মানুষ শান্তি ও সম্মানের সাথে দেশে বসবাস করতে পারবে। যাকাত দেশকে দারিদ্র্যমুক্ত করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী রাষ্ট্র ও যাকাত ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র জেলা আহ্বায়ক জনাব এডভোকেট জাফর আলী মিয়া এবং বিএনপি’র মাদারীপুর জেলার সদস্য সচিব জনাব জাহানদার আলী, হাজরাপুর দরবার শরীফের শ্রদ্ধেয় পীর মাওলানা আবু বকর সিদ্দিক, শাসনতন্ত্র আন্দোলন মাদার উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা শাখার সম্মানিত আমীর মাওলানা খালেছুর রহমান। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মোঃ এনায়েত হোসেন।
রাজনীতি
দারিদ্র্য বিমোচনে যাকাত শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে,দারিদ্র্য বিমোচনে যাকাত শীর্ষক, আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় স্থানীয় পৌরসভা কমিউনিটি সেন্টারে। প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান বলেন, সমাজতন্ত্র রাষ্ট্র গঠনের বাকশালী স্টাইলে নেতৃত্ব দেওয়ায়
Printed Edition
