বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেছেন ছাত্র -জনতার রক্তাক্ত গণ-অভ্যুত্থানের পর দেশের জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও গণতন্ত্রে উত্তরণে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে।
গতকাল শনিবার বড় মহেশখালী ইউনিয়ন তৃণমূল কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা ও শূন্যতা চলছে। অর্থনৈতিক স্থবিরতা চলছে। এ সংকট দূর করে জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে করতে হলে আগামী ফেব্রুয়ারিতেই অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন এবং এর আগে পৃথক দিনে গণভোটের আয়োজন করতে হবে।
তিনি আরো বলেন, জনগণের ম্যান্ডেট ও তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে নির্বাচন সুষ্ঠু করতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচনে সকল দলের সমান সুযোগ নিশ্চয়তা দিতে পারে। তাই গণতন্ত্রকে টেকসই করতে হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা অপরিহার্য।
ড. হামিদ আযাদ আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তা দূর করার একমাত্র উপায় হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রক্রিয়া। জনগণ আজ পরিবর্তন চায়, তারা নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করার সুযোগ চায়। সেই সুযোগ প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। এসময় ড. হামিদ আযাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি দ্রুত গ্রহণ করতে হবে। প্রশাসন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসমূহসহ সবার সমন্বিত প্রচেষ্টায় দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার করা সম্ভব।
তিনি দেশের সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল ও শান্তিপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান এবং বলেন, জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে সকল পক্ষকে নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসতে হবে। ড. আযাদ গনতন্ত্রকে সমুন্নত রাখতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ারও আহ্বান জানান।
সম্মেলনে ইউনিয়ন সেক্রেটারি মকসুদ আলমের সঞ্চালনায় এবং ইউনিয়ন সভাপতি জালাল উদ্দীন এর সাভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি ও আসন পরিচালক অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন, মহেশখালী দক্ষিণের আমীর মাস্টার শামিম ইকবাল, মহেশখালী দক্ষিণের সেক্রেটারি আব্দুর রহিম, কক্সবাজার শহর সাংগঠনিক সেক্রেটারি কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মোহাম্মদ রাসেল, উপজেলা ছাত্রশিবির সভাপতি আবুল কাসেম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।