ওসমান হাদীর ওপর বর্বোচিত হামলা দেশ ও জাতিসত্তার ওপর নগ্ন হামলা ও বিপ্লব নস্যাতের গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

গতকাল শুক্রবার রাজধানীর বারিধারায় শহীদ নিজামী (রাহি.) মিলনায়তন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও মুহাম্মদ ইয়াছিন আরাফাত, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন, নাসির উদ্দিন, হেমায়েত হোসেন ও জিয়াউল হাসান প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লব আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। আর জুলাই সনদ হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা, স¦ার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতার রক্ষাকবজ। কিন্তু এ সনদ নিয়ে কুচক্রীরা এখনো নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু সচেতন জনতা কোন ষড়যন্ত্রই সফল হতে দেবে না বরং যেকোন মূল্যে তা রুখে দেবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই বিপ্লব মৌলবাদের উত্থান বা দক্ষিণ পন্থার উত্থান এটি ভারতের ভাষা। এটা কোন বাংলাদেশীর ভাষা হতে পারে না। এদের উদ্দেশ্য হচ্ছে নানা ছলছুতায় নির্বাচন পিছিয়ে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করা। কিন্তু দেশপ্রেমী জনতা এদেশে কখনো ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন হতে দেবে না। তিনি ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।

তিনি বলেন, সরকার নির্বাচনী তফসিল ঘোষণা করলেও তারা এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। বিভিন্ন মহলের কাছে প্রচুর অবৈধ অস্ত্র থাকলেও তা উদ্ধার করার জন্য এখনো কার্যকর কোন অভিযান পরিচালনা করা হয়নি। শুধু তাই পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা এখন প্রশাসনে সক্রিয় থেকে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। সর্বোপরি প্রশাসনে রয়েছে একশ্রেণির দলবাজ কর্মকর্তা-কর্মচারি। তাই দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে হলে সকল অংশীজনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, দলনিরপেক্ষ প্রশাসন ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি জুলাই যোদ্ধা ওসমান হাদীর ওপর কাপুরুশোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে হাদীর ঘাতকদের গ্রেফতার করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবীরা স্বাধীন তদন্ত কমিটি গঠন করে ঘাতক ও মদতদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।

আতাউর রহমান সরকার-এর মমতাময়ী মায়ের জানাযা

১২ ডিসেম্বর, বাদ জুমা, কসবা থানা ঈদগাহ মাঠে মরহুম নুরজাহান বেগমের জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মরহুমের সন্তান জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো.আতাউর রহমান সরকার।

হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে জামায়াত নেতা কাজী সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম, বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়া, আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা গোলাম খাবির সাঈদী, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, বিএনপির উপজেলা সভাপতি এডভোকেট ফখরুদ্দিন আহমেদ, সেক্রেটারি শরিফুল ইসলাম স্বপন, জামায়াত নেতা শিবলী নোমানী, মরহুমার সন্তান জিয়াউল হুদা শিপন। মরহুমাকে পারিবারিক কবরস্থান কসবা মহিলা মাদরাসার পাশে দাফন করা হয়েছে।