বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ এপ্রিল) নগরীর ফান টাউন হলরুমে সদস্য (রুকন) শিক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “দ্বীন কায়েমের মাধ্যমে বায়াতের দায়িত্ব পালনে সহজতা আসে। রুকন হল একটি ডায়নামিক ফোর্স, যা মুমিনের আত্মিক পরিপূর্ণতার পথে প্রথম ধাপ।” তিনি আরও বলেন, “যদি আল্লাহ ও তাঁর রাসূলের জিহাদের চেয়ে দুনিয়ার সম্পদ, ব্যবসা ও পরিবার বেশি প্রিয় হয়, তবে শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে।” তিনি সূরা তাওবা’র ২৪ নম্বর আয়াত উদ্ধৃত করে এই বার্তা দেন।
মাওলানা এটিএম মাসুম বলেন, “আদর্শ পরিবার গঠনে ইসলাম অপরিহার্য। উপার্জনে হালাল-হারামের হিসাব না করলে আল্লাহর দরবারে ধরা খেতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবেশীর খবর নেওয়া এবং শহীদদের আদর্শে অবিচল থাকা জামায়াত কর্মীদের অন্যতম দায়িত্ব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর মাস্টার মোসলে উদ্দিন, অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এবং অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া
শিক্ষা শিবিরে সদস্যদের আধ্যাত্মিক উন্নয়ন, দায়িত্ববোধ এবং সমাজে ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।