বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে আমরা পিআর পদ্ধতি চাই। ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীককে জয়যুক্ত করে বৈষম্যহীন ও সাম্যের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে এদেশে শাসনব্যবস্থা ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হবে। এদেশের মানুষকে ভয় দেখিয়ে আর ভোট নেওয়া যাবে না। তাই আগামী নির্বাচনে জামায়াতের ওপর আস্থা রাখতে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান জামায়াতের এই নেতা। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনা-৩ আসনের যোগিপোল ইউনিয়নের তেলিগাতি ২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ আহবান জানান।

এ সময় তার সঙ্গে ইউনিয়ন আমীর ইসমাইল হোসেন, সেক্রেটারি মনিরুল ইসলাম, তেলিগাতি ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বর কবিরুল ইসলাম, এডভোকেট সেলিম, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা আবুল কালাম, মোহাম্মদ নূরে আলম, মুফতি নাজমুল হাসান, শেখ আলাউদ্দিন, রবিউল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, মো. নজরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মো. মাসুম, মনিরুল ইসলাম, আবু সুফিয়ান, মোতাহার হোসেন, মো. জালাল উদ্দিন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মো. ডালিম শেখ, মো. নাসিম আহমেদ, মোহাম্মদ মিলন, নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা-৩ আসনের এই এমপি প্রার্থী আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সুখী ও সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেয়া হবে। দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত নতুন বাংলাদেশে পরিণত করার জন্য দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, ‘ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকল নাগরিক যাতে নিজেদের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে আমরা সেই ধরনের একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকবে।