ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) গাজীপুরের উদ্যোগে শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত গাজীপুর মহানগরের মালিকের বাড়ি বাজার এলাকার আবুল কাশেম ক্যাডেট একাডেমিতে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্প এলাকাজুড়ে সৃষ্টি হয় সেবা গ্রহণকারীদের ভিড় ও মানবিক পরিবেশ।

ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ হাফিজুর রহমান। এ সময় তিনি বলেন—

মানুষের চিকিৎসা সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে এমন মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও সুলভ চিকিৎসাসেবা নিশ্চিত করেই একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাছা মেট্রো থানা জামায়াতের আমির নিয়াজ উদ্দিন মাস্টার। এছাড়া বক্তব্য রাখেন এনডিএফ গাজীপুরের সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম, গাছা থানার সাবেক আমির হাফেজ মুতালিব হোসেন মণ্ডল, ডা. মোঃ শফিকুল ইসলাম খান এবং ওয়ার্ড সভাপতি মোঃ শরিফুল ইসলাম।

ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক সার্বিকভাবে প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। শিশু, নারী, প্রবীণসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে ক্যাম্পটি স্বাস্থ্যসেবার একটি সফল ও প্রশংসনীয় আয়োজন হিসেবে পরিণত হয়।

উক্ত কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম গাজীপুরের সভাপতি, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আমজাদ হোসেন খান। তাঁর নেতৃত্বে ক্যাম্পটি চিকিৎসাসেবার একটি কার্যকর ও মানবিক প্ল্যাটফর্ম হিসেবে পরিণত হয়।