বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, একটি আপোষহীন দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ আবির্ভূত। এদেশের জনগণ আধিপত্যবাদকে মেনে নিতে চায় না। আগামীতে জামায়াতকে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে উন্নয়নশীল বাংলাদেশকে উন্নত বাংলাদেশে রূপ দেওয়া হবে।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন শাখা আয়োজিত কারবালা স্কুল এন্ড কলেজ মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরও সমাজের বৈষম্য দূর হয়নি। তাই ৫৪ বছর পর আবারও ২০২৪ সালে বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের দাবিতে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। আবারো যদি কোনো দল কিংবা কোনো ব্যক্তি জাতির প্রত্যাশা পূরণে বাঁধা হয়ে দাঁড়ায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত তাদের প্রতিহত করবে।
সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব ছেড়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া গেছে, দলমত নির্বিশেষে দেশ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে।
নুরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুথানের মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালিয়েছে। এদেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছে। গণহত্যায় নিহত সাংবাদিক ও ছাত্র-জনতার পাশে আর্থিক অনুদান নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িয়েছে। যেখানেই মুসিবত, দূর্যোগ, সমস্যা সেখানেই জামায়াতের কর্মীরা মানবতার সেবায় ছুটে যায়। অগ্নিকান্ড, জনদূর্ভোগসহ মানুষের যেকোনো প্রয়োজনে আমরা পাশে ছিলাম, আছি থাকবো। শুধু তাই নয় দেশের প্রতিটি অঞ্চলে ক্ষতিগ্রস্থ মানুষের সেবায় আমরা ছুটে যাই এবং যাবো। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের আগামীর উন্নয়নে আমাদের ভূমিকা থাকবে।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। জামায়াতের সাংগঠনিক কর্মকান্ডে জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন বৃদ্ধি পাচ্ছে দেখে একটি রাজনৈতিক গোষ্ঠী হতাশায় নিমজ্জিত। তারা জামায়াতের বিরোধিতায় লিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছে। সকল অপপ্রচারের সঠিক জবাব দেবে এদেশের জনগণ সঠিক সময়ে।
অনুষ্ঠানে মহারাজপুর ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, সদর উপজেলার আমীর হাফেজ আব্দুল আলিম প্রমুখ।