দেশের শীর্ষ আলেম, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

সুলতান যওক নদভীর ইন্তেকালে শোক প্রকাশ করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (৩ মে) এক শোকবার্তায় জামায়াত আমির বলেন, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো আলেম-ওলামার উস্তাদ, মাদরাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রাহিমাহুল্লাহ মহান মাওলার ডাকে সাড়া দিয়ে অনন্ত দিনের যাত্রা শুরু করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

মহান রাব্বুল আলামীন তাঁর সমস্ত নেক খেদমতগুলোকে কবুল করুন, ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন। অনন্ত এই সফরে আল্লাহ তা’য়ালা রাহমাহ ও নিরাপত্তা দিয়ে তাঁর বান্দার প্রতি অনুগ্রহ করুন।

আল্লাহ তা’য়ালা মরহুমের আপনজন, প্রিয়জন ও সহকর্মীবৃন্দকে সবরে জামিল আতা করুন। আমীন।

প্রসঙ্গত, আল্লামা সুলতান যওক নদভী রহ. দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তিনি গত ১৮ এপ্রিল চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এক পর্যায়ে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে গতকাল শুক্রবার (২ মে) রাত ১২টার পর তিনি ইন্তেকাল করেন।