রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ।

শনিবার (২৮ জুন) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে উদ্যানের মূল মাঠ পূর্ণ হয়ে যায়।

সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়। এতে সারাদেশ থেকে আগত জেলা ও মহানগরের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন।

মহাসমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের মহাসমাবেশে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়নের দাবিতে একমত এমন সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।

এদিকে মহাসমাবেশকে ঘিরে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।