রংপুর অফিস, তারাগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনিত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেন, সমাজ এবং রাষ্ট্রে ইসলামী আর্দশের ভিত্তিতে আইন প্রতিষ্ঠিত হলে মানুষের ন্যায় বিচার, শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত হবে। জামায়াতে ইসলামী আল কোরআন র্নিদেশিত এবং আল হাদীছ প্রদর্শিত এই বাণীর আলোকে সমাজ ও রাষ্ট্রে আল্লাহর সেই প্রতিষ্ঠার আন্দোলন করছে।

তিনি গত ৬ সেপ্টেম্বর শনিবার রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলমপুর ইউনিয়নের ধোলাইঘাট, চিকলী বাজার ও মেডিকেল মোড় এলাকায় স্থানীয় ইউনিয়ন শাখা আয়োজিত পথসভা এবং পীরপাড়া মোড়, মুচি পাড়া, ভেড়া পাড়া, হাজী পাড়া, চিকলী পাড়া, অলংপুর এবং আলমপুর পাইকার পাড়া, বানিয়া পাড়া, খিয়ার জুমা, দোয়ালী পাড়া, চিকলী বাজার এলাকায় গণসংযোগ কালে এসব কথা বলেন।

তিনি শনিবার বিকেলে তারাগঞ্জ উপজেলার বানিয়া পাড়া, খিয়ার জুম্মা, চিকলী বাজার, মেডিকেল মোড় এলাকায় জামায়াতে ইসলামীর স্থানীয় ইউনিয়ন শাখা আয়োজিত পৃথক পথসভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন। জামায়াতে ইসলামীর আলমপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আক্কাছ আলী পথ সভায় সভাপতিত্ব করেন।

এসব সমাবেশে জামায়াতে ইসলামীর রংপুর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, সৈয়য়দপুর উপজেলা শহর আমীর মোহাম্মদ শরফুদ্দিন খান, সেক্রেটারি মোহাম্মদ মাজাহারুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, আর্দশ শিক্ষক পরিষদের তারাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবু হানিফ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির তারাগঞ্জ উপজেলা সভাপতি নাজমুস সাকিব এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

সমাবেশে এটিএম আজাহারুল ইসলাম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমাকে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষি দিয়ে ১৪ বছর কারাগারের অন্ধকারে রেখেছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এভাবে দেশের অনেক আলেম, যুবক, নারী শিশুকে নির্বিচারে হত্যা এবং গুম নির্যাতন করে ক্ষমতায় থাকতে চেয়েছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ আজ জুলুম মুক্ত হয়েছে। তিনি আগামী নির্বাচনে দেশ এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠারে লক্ষ্যে ইসলামী শক্তির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেয়ার আহ্বান জানান।

তিনি এলাকাবাসীর উদ্যেশে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে ভোটদিয়ে র্নিবাচিত করলে সরকারী বরাদ্দের জনগনের আমানত যথাযথ ভাবে কল্যানের কাজে ব্যাবহার করবো ইনশায়াল্লাহ। কোন হারামের টাকা আমার পেটে ঢুকবে না।

তিনি এর আগে সকালে বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা এলাকায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকন সমাবেশে বক্তব্য রাখেন। উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান কবির সমাবেশে সভাপতিত্বে করেন।

এর আগে তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের বালীপাড়া বাজারে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। এ জন্য আল কোরঅনের বিধান অনুযায়ী দুর্নীতি মুক্ত মানবিক সমাজ গড়তে সকল দেশপ্রেমিক সৎ নাগরিকদের ইসলামের পতাকা তলে সমবেত হতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকেল রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বালাপাড়া মোড় বাজার এবং সন্ধায় পাকারমাথা বাজার এলাকায় ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে ইসলামী মধুপুর ইউনিয়ন শাখা সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ্ মোহাম্মদ রোস্তম আলী এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মিনহাজুল ইসলাম। পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ মাসুদ হাসান রানা, মধুপুর ইউনিয়ন শাখা যুব বিভাগের সভাপতি মিল্লাত হোসেন, ইসলামী ছাত্র শিবির বদরগঞ্জ উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মোজাহদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মধুপুর ইউনিয়ন শাখা সভাপতি মোহাম্মদ বাদল মিয়া প্রমুখ।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদকে আইনের ভিত্বি দিতে হবে। হাজারো তরুনের রক্তের বিনিময়ে অর্জিত এই ফ্যসিষ্টমুক্ত দেশে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে আমাকে আপনারা ভালোবাসা এবং সুযোগ দিন। আমি আপনাদের সেবা করতে চাই। আমি কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে আপনাদের আমানত একটি টাকাও আমার পকেটে ঢুকবেনা। আপনারা সৎ ব্যাক্তিকে ভোট দিলে এলাকায় সততা এবং নিষ্ঠার সাথে উন্নয়ন হবে। লুটপাটের সুযোগ কেউ পাবে না। তাই আগামীর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামের পতাকা তলে সবাই সমবেত হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এর আগে শুক্রবার সকালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজাহারুল ইসলাম বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা এলাকায় ইউনিয়ন মহিলা দায়িত্বশীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান কবির।