পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে শোষণমুক্ত, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণমূখী সমাজ প্রতিষ্ঠার আহবান জানিয়ে মহেশখালী-কুতুবদিয়াসহ কক্সবাজার ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ। আজ বৃহস্পতিবার (৫ জুন) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ঈদুল আযহার এই মহান দিনে আমরা স্মরণ করি হযরত ইব্রাহিম (আঃ), হযরত হাজেরা (আঃ) ও হযরত ইসমাইল (আঃ) এর অতুলনীয় ত্যাগ ও আত্মসমর্পণের ঘটনা, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানব ইতিহাসে এক অবিস্মরণীয় নিদর্শন হয়ে আছে। এই পবিত্র উৎসব আমাদের মনে জাগিয়ে তোলে ইনসাফ, আত্মোৎসর্গ ও শোষণমুক্ত সমাজ গঠনের এক অবিনাশী প্রেরণা।

এরপর তিনি জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে শহীদ বীর সেনাদের স্মরণ করেন যারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার রক্ষা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি মহান আল্লাহ তায়ালার কাছে তাঁদের মাগফিরাতকামনা করেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। সেই সাথে তিনি সরকার প্রতি আহ্বান জানান যেন ঈদের এই আনন্দঘন সময়ে শহীদ পরিবারের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা গ্রহণ করে এবং আহতদের জন্য অবিলম্বে সুচিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে।

তিনি সম্প্রতি ঘূর্ণিঝড় ‘শক্তি’ আঘাতে দেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ার বিপর্যয় ও ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উপকূলীয় অঞ্চলগুলোতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান যেন ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে জান-মালের এভাবে ক্ষয়ক্ষতি না ঘটে।

ঈদুল আযহাকে একটি নতুন অঙ্গীকারের প্রতীক হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ত্যাগ ও কুরবানির আদর্শ বুকে ধারণ করে, ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দূরদর্শী ভূমিকা পালন করে ফ্যাসিবাদী ও জবরদস্তিমূলক শাসনের সকল পথ রুদ্ধ করে জনগণের ভোট ও মতের প্রতি শ্রদ্ধাশীল, মানবিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার, ঈদুল আযহার প্রকৃত শিক্ষা অনুসরণ করে ন্যায়, সত্য ও কল্যাণের পথে অটল থাকার আহ্বান জানান এবং দেশের সকল বিপদগ্রস্ত মানুষ, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের ভাই-বোনদের জন্য দোয়া করেন।