লালপুর (নাটোর) সংবাদদাতা ; নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র যুব বিভাগের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর যুব বিভাগের লালপুর উপজেলা সভাপতি হামিদুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের টিম সদস্য রেজাউর রহমান, যুব বিভাগের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসাইন, জামায়াত নেতা মহসিন আলম ও আবু সাঈদ, ছাত্রশিবির লালপুর উপজেলা পশ্চিম শাখার সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।