বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘অনেক ত্যাগ ও কোরবানির বিনিময়ে দেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এজন্য ঝরে গেছে প্রায় দু’সহস্রাধিক তরতাজা প্রাণ। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দেশকে বৈষম্যমুক্ত করার জন্যই আমাদের বীর সন্তানরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। তাদের রক্তের ঋণ ইনসাফ পূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের মাধ্যমে পরিশোধ করতে হবে।’
গতকাল শুক্রবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন আয়োজিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাসুদেবপুর ইউনিয়ন আমীর অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, গোদাগাড়ী উপজেলা আমীর নুমায়ুন আলী, অফিস সম্পাদক অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ। অধ্যাপক মুজিবুর রহমান আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে সুশাসনের সমাজ গঠনে সুযোগ দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যেতে পারে গোদাগাড়ী-তানোরসহ গোটা বাংলাদেশের অর্থনৈতিক ও অকাঠামোগত উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। তিনি বাসুদেবপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটসহ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন।