চট্টগ্রাম মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এবং চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক, ফয়সাল মুহাম্মদ ইউনুছ দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থে দলমতের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমিক নাগরিকদের এই নির্বাচনে ডা. ফজলুল হককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবে।

সম্প্রতি পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ প্রার্থী পেয়েছি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে তাঁর অবদান ইতোমধ্যেই প্রমাণ করে দিয়েছে, তিনি এই নগরীর একজন প্রকৃত জনদরদী নেতা। বাকলিয়াসহ পুরো চট্টগ্রামের উন্নয়নে তাঁর সুযোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্র পরিচালক হারুনুর রশিদ। আরও বক্তব্য রাখেন বাকলিয়া থানা জামায়াতের আমীর সুলতান আহমদ, চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তাওহীদ আজাদ, থানা নায়েবে আমীর আবুল মনছুর, ১৮ নম্বর ওয়ার্ডের আমীর ওয়াহিদ মুর্শেদ ও ওয়ার্ড সেক্রেটারি নাছির সওদাগর।

এছাড়া উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজন আবু তালেব বাচ্চু, শফিউল আলম টিপু, মুহাম্মদ ফোরকান, রায়হান উদ্দিন, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ রফিক, মুহাম্মদ হোসেন, শামসুল আলম, মুহাম্মদ কামাল প্রমুখ। সমাবেশে বক্তারা একস্বরেই আশাবাদ ব্যক্ত করেন যে, ডা. ফজলুল হকের নেতৃত্বে চট্টগ্রাম-৯ আসন একটি নতুন উন্নয়নের পথে এগিয়ে যাবে, যেখানে সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও কল্যাণই হবে অগ্রাধিকার।