জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা কোনো বিভাজন চাই না, কিন্তু যারা জনগণের বিরুদ্ধে, যারা জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।

গতকাল সোমবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস সড়কে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা বলেছিলাম, মাফিয়া ও দুর্নীতি বন্ধ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই দুর্নীতির সিস্টেমকে পাহারা দেওয়ার জন্য নতুন দলের আবির্ভাব ঘটেছে।

“আমরা হাসিনার পতন চাইনি, চাইেছিলাম ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বন্ধ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে। অথচ এখন সেই সিস্টেমই অন্য কেউ পাহারা দিচ্ছে।”

তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের মুজিববাদ বিভাজনের রাজনীতি তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে দেয়নি। বিএনপি এখন সেই ৭২-এর সংবিধান টিকিয়ে রাখতে চায় এবং মুজিববাদের নতুন পাহারাদার হয়ে উঠেছে। তারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দলে পরিণত হয়েছে। এদের প্রতিহত করতেই হবে।”

বাইরের ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, “আমরা আগেই বলেছি, শত্রু দেশের ভেতরে নয়, বাইরে। কিন্তু ভেতরের বিভাজন আমাদের দুর্বল করে তোলে। জুলাই পদযাত্রার সময় আমরা দেখেছি, জনগণের মধ্যে উচ্ছ্বাসÑআর তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু আমরা জানি, মানুষের সমর্থন নিয়েই এই ষড়যন্ত্রের জবাব দিতে হবে।”