বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও পঞ্চগড় জেলা জামায়াতের আমীর এবং জাতীয় সংসদের পঞ্চগড়-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওঃ ইকবাল হোসাইন বলেছেন, আজ ফ্যাসিস্ট মুক্ত সুন্দর পরিবেশে আমরা পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পবিত্র ঈদুল আজহা শেষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করতে পেরেছি। গত সাড়ে পনেরো বছরে আমরা মুক্তভাবে কোন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করতে পারিনি। কোন ঘোষণা না দিয়ে ১০/১৫ জন মিলে ঐ ভিতরগড় মহারাজা দীঘির পাড়েও আমরা নির্বিঘ্নভাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করতে পারতাম না। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। জুলাই-আগস্ট গণঅভূত্থানে সেই স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে। আর কোন ফ্যাসিস্টি- স্বৈরাচার যেন কেন দিন আমাদের এই স্বাধীনতা কেড়ে নিতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
কুরবানীর শিক্ষা হলো-জীবন বিপন্ন হলেও, জীবন উৎসর্গ করে হলেও আল্লাহর আদেশ পালন করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্ববায়নে আজকে আমরা যে সুযোগ পেয়েছি তা কাজে লাগিয়ে নিরলস দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, পঞ্চগড়ে আমার জন্ম, তাই জন্মগতভাবে পঞ্চগড় আমার জেলা। আসন্ন সংসদ নির্বাচনে নেতৃত্ব নির্বাচনে আপনারা আমার প্রতি আন্তরিক দৃষ্টি রাখবেন।
গত সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় পৌর সভা ও পঞ্চগড় সদর উপজেলা শাখার উদ্যোগে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় পৌরসভা আমীর জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও পৌরসভা সেক্রেটারি অ্যাডঃ নাসিরউদ্দীন সরকারের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওঃ ইকবাল হোসাইন এ সব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ দেলোয়ার হোসাইন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও অফিস সম্পাদক মাওঃ অলিউল্লাহ, পঞ্চগড় সদর শাখার সেক্রেটারি মাওঃ সুলতান মাহমুদ, জেলা কর্ম পরিষদ সদস্য ও জেলা মানব সম্পদ সেক্রেটারি শাহীদ আল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের পঞ্চগড় জেলার সাবেক সভাপতিবৃন্দ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।