বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহি পরিষদের সাবেক সদস্য মাওলানা রফিউদ্দিন আহমেদ
ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। তিনি বলেন,
প্রিয় সম্মানিত মাওলানা রফি উদ্দিন আহমদ কিছুক্ষণ আগে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন। *إنا لله وإنا إليه راجعون।*
কৈশোর থেকে শুরু করে এ পর্যন্ত তিনি কুরআনের সঙ্গে এবং ইসলামী আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবন থেকেই বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে সংগঠনের কঠিন সময়গুলোতে নির্বাহী পরিষদের একজন সম্মানিত সদস্য হিসেবে তিনি তাঁর জীবনের বিপুল অভিজ্ঞতা দিয়ে সংগঠনকে অনন্যভাবে সহযোগিতা করেছেন।
আল্লাহ রাব্বুল আলামীন এই দা'ঈ ইলাল্লাহ-এর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করুন এবং তাঁর গুনাখাতাগুলোকে ক্ষমা করে নেকিতে পরিণত করে দিন। তাঁর সকল নেক আমল আল্লাহ তা'য়ালা কবুল করে অফুরন্ত বারাকাহ দান করুন।
চিরদিনের যে সফর শুরু হল, এ সফরে আল্লাহ তা'আলা তাঁর প্রতি রহম করুন, রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তাঁকে সাহায্য করুন। বরযখের জিন্দেগি তাঁর জন্য প্রশান্তিময় ও জান্নাতের জিন্দেগি আল্লাহ তায়ালা তাঁর জন্য মঞ্জুর করুন।
আল্লাহ রাব্বুল আলামীন তাঁর এই গোলামকে প্রিয় গোলামদের মধ্যে শামিল করে জান্নাতের আ'লা দারাজা দান করুন।
মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন ও সহকর্মীদেরকে আল্লাহ তা'য়ালা সবরে জামিল আতা করুন। আমিন।