চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশ শেষে নবাবগঞ্জ কলেজ মাঠ পরিস্কার-পরিচ্ছন্ন করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রবিবার (২৩ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর (চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নবাবগঞ্জ কলেজ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ স্থানীয় নেতৃত্ব ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন,“আধুনিক, উন্নত ও বসবাসযোগ্য একটি পরিস্কার-পরিচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ নগরী গড়ার লক্ষেই আজকের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা পেলে এমন উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের সুরক্ষায় সচেতনতার গুরুত্ব ও জনসম্পৃক্ত স্বেচ্ছাসেবী উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মকাণ্ড নিয়মিতভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।