বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সাবেক আমীর জনাব সৈয়দ নাসির উদ্দিন এবং তাঁর সহধর্মিণী অসুস্থ হয়ে রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার (১৪ এপ্রিল) তাদেরকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমীর ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুহাম্মদ সেলিম উদ্দিন। সেখানে জনাব সেলিম উদ্দিন তাদের স্বাস্থ্যের খোজ-খবর নেন, চিকিৎসকদেরকে তাদের ভালো ট্রিটমেন্ট দেয়ার পরামর্শ দেন এবং মহান আল্লাহর দরবারের তাদের দ্রুত সুস্থতা কামনা করে দো'য়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ এর সুযোগ্য সন্তান মজলুম ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান ও ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও মিরপুর দক্ষিণ থানা আমীর জনাব আলাউদ্দিন সোহেল প্রমুখ।