বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী) মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, দেশ পরিবর্তনের জন্য সৎ নেতৃত্ব দরকার। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব নয়। দুর্নীতিগ্রস্ত অসৎ নেতৃত্বের কারণে স্বাধীনতার ৫৪ বছরেও দেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করা যায়নি। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন নেতৃত্বের প্রয়োজন। যেই নেতৃত্বে কোনো দুর্নীতি নেই, কোনো সন্ত্রাস নেই, কোনো চাঁদাবাজ নেই, দখল-লুটপাট নেই; সেই নেতৃত্বের হাত ধরেই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। গতকাল রবিবার ডেমরায় স্থানীয় শতাধিক ছাত্র-জনতা জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোট প্রসঙ্গে কামাল হোসেন বলেন, গণভোটে হ্যাঁ মানে রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন, না মানে আবারো স্বৈরাচারের আবির্ভাব। স্বৈরাচারের পথ চিরতরে বন্ধ করতে প্রতিটি নাগরিককে গণভোট প্রস্তাবে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের হ্যাঁ ভোটে জুলাই সনদের আইনি ভিত্তি লাভ করলে এদেশে আর কোনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। কোনো স্বৈরশাসক এদেশের কোনো মায়ের বুক খালি করতে পারবে না, কোনো বোনকে বিধবা বানাতে পারবে না। যারা ক্ষমতায় যাওয়ার আগেই খুন, ধর্ষণ, লুটপাট, দখল, সন্ত্রাসী, চাঁদাবাজি করছে জুলাই সনদে হ্যাঁ ভোট দিলে তাদের খুন, ধর্ষণ, লুটপাট, দখল, সন্ত্রাসী, চাঁদাবাজির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। ফলে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিশ্চিত হবে। জামায়াতে ইসলামী বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
ডেমরা উত্তর থানা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি (৬৯ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী) হাফেজ ইসমাইল আদনান, থানা কর্মপরিষদ সদস্য সাহেব আলী ও ইসহাক তানভীর, ওয়ার্ড সভাপতি ওমর ফারুখ ,জাহাংগীর আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।