বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ কোনো লুটপাটের সরকার দেখতে চায় না। উন্নয়নের কথা বলে বিগত সরকারগুলো মানুষের সাথে প্রতারণা করেছে। প্রত্যেক বছর নদী শাসনের জন্য বাজেট বরাদ্দ হয়। কিন্তু এটাকে সুষ্ঠুভাবে কাজ না লাগিয়ে লুটপাট করা হয়। লুটপাটের কুফল যন্ত্রণা জনগণকে ভোগ করতে হচ্ছে।

গতকাল শনিবার বিকেলে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে গোদাগাড়ী পৌর জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গোদাগাড়ীর চর আষাড়িয়াদহসহ গোদাগাড়ী পৌরসভা ও উপজেলার যে সকল অংশে নদী ভাঙনের কারণে অবহেলিত সে সকল এলাকার জীবনমান উন্নয়নের জন্য জামায়াত যদি ক্ষমতায় আসতে পারে তবে প্রাণান্তকর চেষ্টা করবে ইনশাআল্লাহ্। এছাড়াও নদী ভাঙন এলাকা রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা করা হবে বলে তিনি উল্লেখ করেন। গোদাগাড়ী পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শওকত আলীর সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসান, কর্মপরিষদ সদস্য ড. মুহাম্মদ ওবাইদুল্লাহ্ প্রমুখ।