ঐতিহাসিক পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের ঘোষিত আগামীকাল মঙ্গলবারের (১১ নভেম্বর) সমাবেশ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর শৃঙ্খলা বিভাগের এক জরুরী সভা সোমবার সকালে মহানগরীর সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ডা. মহিন উদ্দিন, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহিন আহমেদ খান।

এছাড়াও সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগরীর বিভিন্ন শাখার সভাপতি-সেক্রেটারি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা আমীর-সেক্রেটারীসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায়, ১১ নভেম্বরের সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণে শৃঙ্খলা বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহনের জন্য দায়িত্ব বন্টন করা হয়।