মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কুরআন সুন্নাহভিত্তিক সমাজ ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন। তিনি গতকাল ৫০ নং ওয়ার্ড জামায়াতের গনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য এবং টঙ্গী পূর্ব থানা আমীর মোঃ নজরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। ২ মে জুমাবার বিকাল সাড়ে চারটায় গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আমীর ডা. আব্দুল হালিম শামীমের সভাপতিত্বে ও ওয়ার্ড কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ রহমাতুল্লাহর পরিচালনায় গন সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন আরও বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে মানব রচিত মতবাদ প্রত্যাখ্যান করে রাষ্ট্রীয়ভাবে আল কুরআনের শাসন কায়েম করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল কুরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে সূদ, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শোষণ ও জুলেমের মুলটপাটন করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে, অমুসলিম নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের ধর্মীয় স্বাধীনতা প্রতিষ্ঠা করা হবে। ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে। প্রধান বক্তার বক্তব্যে মহানগর শূরা ও কর্মপরিষদ সদস্য এবং টঙ্গী-পূর্ব থানা আমীর মো. নজরুল ইসলাম বলেন, জুলুমবাজদের তাড়িয়ে নব্য জুলুমবাজদের ক্ষমতায় পাঠালে জাতি কখনো নিরাপদ থাকবে না, থাকতে পারবে না। উক্ত জনসমাবেশে আরও বক্তব্য রাখেন, থানা সেক্রেটারি মোঃ আবু রায়হান, থানা সহকারী সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি মো. ইকবাল হোসেন, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. সোলায়মান হোসেন খান, থানা শিবির সভাপতি মো. সালমান আবদুল্লাহ সহ নেতৃবৃন্দ। উক্ত গনসমাবেশে এলাকার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।