রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ১৫ ঘন্টা পর শীতলক্ষ্যা নদী থেকে জোবায়ের হোসেনে(১৭) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ভোলাবো ইউনিয়নের ক্যাপিটাল মেরিনা জেটির নিচ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে ।

নিহত জোবায়ের উপজেলার ভোলাব চারিতালুক এলাকার তপনের ছেলে। সে ভোলাব শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শীতলক্ষ্মা নদীর দাউদপুর খেয়াঘাট থেকে জোবায়ের ও তার সহপাঠী এসএসসি পরীক্ষার্থী সায়েম,সিয়াম ও রাব্বি নৌকা যোগে ভোলাব যাচ্ছিল। নৌকাটি নদীর মধ্যবর্তী দূরত্বে ভোলাব ক্যাপিটাল ম্যারিনার কাছাকাছি পৌছেলে পানি উঠে ডুবে যায়।এসময় সাতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও জোবায়ের নদীর পানিতে ডুবে নিখোঁজ ছিল। সন্ধ্যা থেকে সারারাত্রও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। এ ঘটনার ১৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিস এর একটি ডুবুরি দল শীতলক্ষার ক্যাপিটাল মেরিনা জেটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।ৎ

প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

নাটোর সংবাদদাতা : নাটোরের লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় বেলাল হোসেন (৬২) নামে এক দোকান কর্মাচারী নিহত হয়েছেন।

সম্প্রতি ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এঘটনা ঘটে। নিহত বেলাল উপজেলার নবীনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বেলাল লালপুর বাজারে ইলেক্ট্রনিকসের দোকানে কাজ করতেন। সকালে বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে দোকানে যাচ্ছিল। এসময় ঈশ্বরদীমুখী প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আহত বেলালকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।