কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদীকে প্রার্থী করার দাবিতে মৌন মিছিল করেছে কুমারখালীর বিএনপির একাংশের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেল চারটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বর এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এই আয়োজন করে সাদী গ্রুপ। সেখানে তৃণমূল বিএনপির নেতাকর্মী ও নারীপুরুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেয়। তাদের হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিল।
কুমারখালীর ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত মৌন মিছিলটি দু’বার শহররের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বাসস্ট্যান্ড সংলগ্ন উপজেলা অফিসের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নাঙ্গলকোট (কুমিল্লা) : বিএনপির মনোনয়ন দাবিতে কুমিল্লার নাঙ্গলকোটে কাপনের কাপড় পরে বিক্ষোভ করেছে বিএনপির হাজার-হাজার নেতাকর্মী। মনোনয়ন বঞ্চিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে বৃহস্পতিবার রাতে নাঙ্গলকোট বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির প্রাথমিক মনোনয়নে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার নাম ঘোষণা না করায় ঘোষণার দিন থেকে প্রতিদিন নাঙ্গলকোট-লালমাই উপজেলায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
এসময় নেতাকর্মীরা চূড়ান্ত মনোনয়নে মোবাশ্বের আলম ভূঁইয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
ঝিনাইদহ : ঝিনাইদহে স্থানীয় বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ বিশ্বাস ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুর মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছে।
এর জেরে সম্প্রতি দু’পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সঙ্গে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় অন্তত ১০ জন আহত হন।