বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা আমীর ও সিরাজগঞ্জ-৫ আসন নির্বাচন কমিটির সদস্য সচিব আরিফুল ইসলাম সোহেল বলেছেন; জামায়াত মানবতা,দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নদী ভাঙন রোধ ও অবহেলিত মানবতার কল্যাণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা আলী আলম নির্বাচিত হয়ে চৌহালীবাসীর পাশে থাকবে ও চৌহালী উন্নয়নসহ মানবতার কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

গতকাল শুক্রবার, চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী চরসলিমাবাদ,ভূতের মোড়, সিকদার র্মাকেট, নজরুল মোল্লা মসজিদ চত্বর, মানিক বাজার, সম্ভুদিয়া বাজার, তিনকানার মোড়, দেওয়ানগঞ্জ বাজার, রেহাইপুখুরিয়া বাজার এলাকার ভোটারদের সাথে মতবিনিময়, গণসংযোগ ও কয়েকটি পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় সোহেল এ কথাগুলো বলেন।

বাঘুটিয়া ইউনিয়ন সভাপতি মাওঃ আমীর হামজা ও সেক্রেটারি মাওঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিতব্য এসব পথসভায় ও সমাবেশে অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন,চৌহালী উপজেলা সেক্রেটারি মাওঃ আবুল বাসার মিয়া, চৌহালী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি আব্দুল হালীম আনসারী, নাগরপুর উপজেলা জামায়াত নেতা মাওঃ দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম, মাওঃ সিরাজুল ইসলাম, জামায়াত নেতা হাফেজ গোলাম সারোয়ার, মাওঃ আব্দুল মালেক মাষ্টার, হাফেজ হুসাইন আহমাদ আশরাফী, আসমাউল হোসনা ও ছাত্রনেতা তরিকুল ইসলাম তুষার প্রমুখ।

সাবেক বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলী আলম এর পক্ষে ব্যাপক জনমত গঠনে উপস্থিত দায়িত্বশীল ও কর্মীদেরকে ভোটারের কাছে বার বার যাওয়ার এবং আলী আলম ভাইয়ের ছালাম ব্যাপক হারে পৌঁছে দিয়ে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে ভোট চাওয়ার উদাত্ত আহ্বান জানান।