চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়েছে। এসময় আবু সাঈদ রানা নামে এক উপ-পরিদর্শকে (এসআই) কুপিয়ে গুরুতরভাবে আহত করা হয়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার ঈশানমিস্ত্রি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এসআই আবু সাঈদ রানা বর্তমানে বন্দর থানায় কর্মরত আছেন। পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী আকস্মিক মিছিল বের করলে খবর পেয়ে বন্দর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম জানান, দলটির কার্যক্রম স্থগিত থাকায় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। কয়েকটি দলে ভাগ হয়ে পুলিশ অভিযানে গেলে হঠাৎ এক পর্যায়ে এসআই রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে এলাকায় অভিযান চালানো হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব আহমেদ জানান, ঘটনাসংক্রান্ত সন্দেহে এ পর্যন্ত অন্তত ১৬ জনকে আটক করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।