গাজীপুর শহরস্থ গাজীপুর-৫ ফোরামের আয়োজনে শনিবার বিকেলে গাজীপুর-৫ আসনের উন্নয়ন ভাবনা ও করণীয় শীর্ষক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, বিশ্ব সম্প্রদায় জামায়াতকে একটি রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসেবে গ্রহণ করে নিয়েছে । এখন এইটার রায় দেওয়ার দায়িত্ব এদেশের জনগণের। জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, জনগণের “গাজীপুর-৫ এর উন্নয়ন শুধু অর্থনৈতিক দিকেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত অগ্রগতির ক্ষেত্রেও সুষম উন্নয়ন নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে যেকোনো প্রতিবন্ধকতা অতিক্রম সম্ভব।”

সভায় গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, মোঃ খায়রুল হাসান প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন। তিনি তার বিস্তারিত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, “আমি দুটি মূলনীতিকে সামনে রেখে কাজ করতে চাই—এক, এলাকার সার্বিক উন্নয়ন ও আদর্শ সমাজ বিনির্মাণে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে সৎ, যোগ্য, দক্ষ নবীন-প্রবীণদের সমন্বয়ে সেক্টরভিত্তিক কমিটি গঠন করা হবে, যা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, শিল্পায়ন, কৃষি, প্রযুক্তি, কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসনসহ প্রতিটি খাতে সেবা কার্যক্রম পরিচালনা করবে। দুই, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও সামাজিক প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে সমাজের সর্বজন শ্রদ্ধেয়, সৎ ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে।”

তিনি জানান, তার উন্নয়ন ভাবনায় সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ সৃষ্টি, সবার জন্য নিরাপদ এলাকা গড়ে তোলা, কাঁচা ও ভাঙাচোরা রাস্তা-ঘাট ও সেতু সংস্কার, কালিগঞ্জ হয়ে টঙ্গী-নরসিংদী-সিলেটগামী মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, বিদ্যমান প্রতিষ্ঠানের মানোন্নয়ন, কালিগঞ্জ হাসপাতালের আধুনিকায়ন, মাদক ও সন্ত্রাস নির্মূল, যুবদের জন্য খেলাধুলা ও কর্মসংস্থান বৃদ্ধি, পাঠাগার স্থাপন, পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তোলা, কৃষিতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ, তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ তৈরি, এবং এতিম-বিধবা-অসহায়দের পুনর্বাসন অন্তর্ভুক্ত থাকবে।

খায়রুল হাসান আরও বলেন, “উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া হলেও জাতিসত্তা, মূল্যবোধ ও নৈতিকতার বিকাশ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হবে না। তাই শিক্ষা ও নৈতিকতা বিকাশকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। আমি ইতোমধ্যে কালিগঞ্জ, পূবাইল ও বাড়িয়ার সর্বত্র ঘুরেছি এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে শান্তিকামী সব শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে কাজ করবেন, ইনশাআল্লাহ।”

সাবেক সচিব শেখ মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর, অধ্যাপক জামাল উদ্দিন, ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও তুরস্কের তোকাত গাজী ওসমানী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, মহানগর জামায়াতের নেতা ডঃ আমজাদ হোসেন খান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, আজহারুল ইসলাম মোল্লা, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি শামসুল হক ভূঁইয়া ও সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর-৫ (কালিগঞ্জ, পূবাইল, বাড়িয়া) ফোরামের আহবায়ক, এস এম মনজুরুল হক এবং সদস্য সচিব অ্যাডভোকেট লুৎফর রহমান প্রধান। সমাবেশে শতাধিক গণমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা গাজীপুর-৫ এর দ্রুত ও সুষ্ঠু উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন এবং এলাকা যেন আগামীতে একটি মডেল জনপদে পরিণত হয়—সে প্রত্যাশা ব্যক্ত করেন।