চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের সাথে আলেম সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত ওলামা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুস সবুরের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে (সদর) জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল।

নূরুল ইসলাম বুলবুল বলেন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইনসাফভিত্তিক একটি ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের ভূমিকা অপরিসীম। শুধুমাত্র আলেম সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি নৈতিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে। ইসলামের সমাজ বিনির্মাণে আলেম সমাজকে একই সুরে কথা বলতে হবে। আমরা একই সুওে কথা বললে সাধারণ জনগণও আমাদের সুওে কথা বলবে। ভোট একটি পবিত্র আমানত, যাকে ইচ্ছা তাকে ভোট দেওয়া যায় না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী ও সদর উপজেলার আমীর হাফেজ আব্দুল আলীম। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন এলাকার আলেম-ওলামা, ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় নির্বাচন, নৈতিক রাজনীতি ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।