বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, ঘরে বসে শুধু ডিভাইসমুখী নয়, তরুণ প্রজন্ম মাঠমুখী হলে মানসিক ও দৈহিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হবে। খেলাধূলার প্রতি তরুণ প্রজন্মরা মাঠমুখী হলে অশ্লীলতা ও বেহায়াপনা থেকে রক্ষা পাবে।
এ ধরনের আয়োজন করার জন্য কর্তৃপক্ষসহ এলাকার সকল শ্রেণীর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এর ধারাবাহিকতা রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এর জন্য যে কোন ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্নিপুর লক্ষ্মিপুর উচ্চ বিদ্যালয়ে বিএসএল গ্রুপ আয়োজিত ফুটবল ফাইনাল খেলার পুরস্কার বিতরণপূর্বক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, খেলাধূলা একদিকে যেমন বিনোদনের কাজ করে, তেমনি মাদকাসক্তি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারে এবং পড়ালেখার দিকে মনোনিবেশ করতে পারে। অন্যদিকে শারীরিক, মানসিক ও মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, এ ধরনের খেলাধুলার সাথে তরুণ প্রজন্ম যত বেশী যুক্ত হবে, মাঠমুখী হবে, ততবেশী তারা আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে বিশ্বাস করা যায়।
নূরুল ইসলাম বুলবুল বলেন, খেলাধূলা ও মাঠমুখী করতে অভিভাবকরা যত সন্তানদের সম্পৃক্ত করতে পারবে, সার্বিক জ্ঞানমুখী প্রতিযোগিতার সাথে তরুণ প্রজন্মকে যত বেশী সম্পৃক্ত করতে পারা যাবে, তত বেশী তরুণ-যুবকরা আগামী দিনের দেশ ও জাতির জন্য নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারবে।
সদর উপজেলার জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মোঃ আবু বকর, বারোঘরিয়া ইউনিয়নের আমীর মোঃ নজরুল ইসলাম, লক্ষ্মিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে সকাল ৭ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন। অন্যদিকে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বারোঘরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে কুশলবিনিময় করেন। পরে রাতেও তিনি উক্ত এলাকায় গণসংযোগ করেন।