বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের মনোনীত প্রার্থী জনাব মোঃ মোবারক হোসাইন বলেছেন, "আমরা অতীতে যেভাবে স্বৈরশাসকদের এদেশের মাটি থেকে বিদায় করেছি, ঠিক একইভাবে আজকের চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদেরও মাটি থেকে উৎখাত করব ইনশাআল্লাহ।”

শনিবার (২ আগস্ট) মোহাম্মদপুর থানা উত্তর ২৯ নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কৃষি মার্কেট এলাকার বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর পদে মনোনীত প্রার্থী ও ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমেদ মাহবুব এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মহিউদ্দিন আহমেদ।

মোঃ মোবারক হোসাইন বলেন, “গত ১৫ বছর ধরে যারা দেশের গণতন্ত্র হরণ করেছে, সাধারণ মানুষের কণ্ঠরোধ করেছে— তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে দেশের জনগণের অধিকার পুনরুদ্ধার করেছি। এখন সময় এসেছে চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলার।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসায়ীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ডা. শফিউর রহমান এবং মোহাম্মদপুর জোন টিম সদস্য আব্দুল ওয়াজেদ কিরন।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং একজন জনবান্ধব নেতৃত্ব গঠনের আহ্বান জানান। বক্তারা দেশ ও জাতির উন্নয়নে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ও সুশাসনের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দ ব্যবসায়ী সমাজকে সংগঠিত থেকে অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।