বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে গণমানুষের নেতা মোবারক হোসাইন বলেছেন, দেশ ও জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। পতিত স্বৈরাচারি অপশক্তির নানাবিধ ষড়যন্ত্র ও চক্রান্তের কারণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখোমুখি। এমতাবস্থায় ইসলামী আন্দোলনের প্রত্যেক কর্মীকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দেশে বাকশালী উম্মত্ততা বন্ধ হবে না।
আজ শনিবার (৩১ মে) রাজধানীর মোহাম্মদপুরের স্থানীয় একটি মিলনায়তনে মোহাম্মদপুর পশ্চিম থানা জামায়াতের ফিউচার হাউজিং ওয়ার্ড জামায়াতের সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড সভাপতি মোঃ জসিম রেজার সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ফিরোজের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর অঞ্চল টিম সদস্য ডা. শফিউর রহমান, মোহাম্মদপুর পশ্চিম থানা আমীর মোঃ মাসুদুজ্জামান। উপস্থিত ছিলেন জামায়াত নেতা আজহার মুন্সি ও রুহুল আমীন প্রমূখ।
মোবারক হোসাইন বলেন, ইসলাম একটি কালজয়ী ও শাস্বত জীবনাদর্শ। আল্লাহ রাব্বুল আলামীন যুগে যুগে নবী-রাসূল প্রেরণ করেছেন অন্য সব দ্বীনের ওপর দ্বীনে হক্ব তথা ইসলামকে বিজয়ী করার জন্য । মূলত, জামায়াতের ইসলামী এদেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার করে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করতে চায়। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যে সমাজে সততা, যোগ্যতা ও তাক্বওয়া অনুযায়ি রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করা হবে। সেখানে কোন ধর্ম, মত ও পথকে প্রাধান্য দেওয়া হবে না বরং সকল ক্ষেত্রে সততা, দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতাই হবে যোগ্যতার মানদণ্ড। জামায়াত চায় মানুষ তাদের মনের কথা নির্বিঘ্নে এবং স্বাধীনভাবে বলুক এবং সকল ক্ষেত্রে সুবিচার ও ইনসাফ নিশ্চিত হোক। তিনি দ্বীন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ময়দানে আপোষহীন থাকার আহবান জানানা।
তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। অতীতে জামায়াতে ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ধরণের অপবাদ দিয়ে জামায়াতের শীর্ষ নেতাদের ষড়যন্ত্রমূলকভাবে শহীদ করা হয়েছে। ফ্যাসিস্টরা ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিলো। সময়ের ব্যবধানে তারা এখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন তারা পরাজয় সইতে না পেরে আবার ভারতের চক্রান্তে বাংলাদেশে ফিরে আসার অপকৌশল চালাচ্ছে। তাদেরকে এদেশের মানুষ কোনভাবেই আর মেনে নিবে না বরং যেকোন মূল্যে তাদের আগমনকে প্রতিহত করবে। তিনি ফ্যাসীবাদের পুনরুত্থান রোধে সকলকে সজাগ থাকার আহবান জানান।
ভাটারায় জামায়াতের কর্মী শিক্ষাশিবির
এদিকে ভাটারা থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। থানা আমীর এডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ সালমানের পরিচালনায় কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও কুমিল্লা-২ (হোমনা-মঘনা) আসনের গণমানুষের নেতা নাজিম উদ্দীন মোল্লা। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য হাফেজ মিজানুর রহমানসহ থানার কর্মপরিষদ সদস্য ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।