জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই দাবি জানান।
জাহিদুল ইসলাম লিখেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, আমাদের প্রিয় রাহাবার এ টি এম আজহারুল ইসলাম ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
তিনি আরও লিখেছেন, এই মাজলুম ব্যক্তিত্বের ওপর ফ্যাসিস্ট হাসিনা যে নির্মম নির্যাতন চালিয়েছে, তা ৩৬ জুলাই পরবর্তী সময়ে কোনোভাবেই চলতে পারে না। হাইকোর্ট দেখানোর রাজনীতি কি শুধু এমন মাজলুমদের জন্যই চলে?
শিবির সভাপতি লিখেছেন, আমরা ধৈর্য ধারণ করব এটা যেমন সত্য, ঠিক তেমনি কোনো অন্যায় ও জুলুম মেনে নিতে পারি না।
সবশেষে তিনি লিখেছেন, আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। মাইন্ড ইট ২।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি পিছিয়ে আগামী ৬ মে পুনর্নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।