দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলার যুব বিভাগ যুব জামায়াতের উদ্যোগে নির্বাচনি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বাদ আসর উপজেলার গোয়ালমারী ইউনিয়নের কালাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন গোয়ালমারী ইউনিয়ন আমীর আবু তাহের সরকার, এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট হাফেজ আনোয়ার হোসাইন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের এমপি প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।তিনি তাঁর বক্তব্যে বলেন,“ দেশে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুব সমাজই পারে পরিবর্তনের নেতৃত্ব দিতে।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নায়েবে আমীর শরীফ রোকন উদ্দিন, শ্রমিক নেতা অ্যাডভোকেট মোখলেসুর রহমান, শাহ আলম ফরাজী, কামরুল হাসান আকবর, তানভীর হাসান প্রমুখ।বক্তারা বলেন, আদর্শ ও সুশিক্ষার ভিত্তিতে যুবসমাজকে গড়ে তুলতে হবে, যাতে তারা দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের অগ্রভাগে ভূমিকা রাখতে পারে।সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মী, সমর্থক ও স্থানীয় জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।আয়োজকরা জানান, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে মাঠপর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করতেই এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে।
রাজনীতি
যুব জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলার যুব বিভাগ যুব জামায়াতের উদ্যোগে নির্বাচনি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।