গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর শহর জামায়াতের উদ্যোগে শহরের একটি হোটেলের কনফারেন্স হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয়পক্ষে পিয়ার পদ্ধতি সহ জামায়াত ঘোষিত পাঁচ দফা দাবি নিয়ে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী দুই আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলি ভূঞা বিশেষ অতিথি ছিলেন সাবেক ফেনী জেলা আমীর একেএম শামসুদ্দিন ও জেলা আমের মুক্তি আব্দুল হান্নান এতে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম জেলা প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা ওমর ফারুক খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ এনডিএফ জেলা সভাপতি ডাক্তার শহীদুল্লাহ ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঞা সহ উপস্থিত নেতৃস্থানীয় আইনজীবী সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষক নেতৃবৃন্দ ওলামা-মা মাসায়েক চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।