রাজনীতি
ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে হামিদুর রহমান আযাদ
রমযান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে কুরআনের সমাজ প্রতিষ্ঠা ও পরকালীন মুক্তির পথ সুদৃঢ় করতে হবে
বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ,এইচ, এম হামিদুর রহমান আযাদ বলেছেন, পবিত্র রমযান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে পরকালীন মুক্তির পথ সুদৃঢ় করতে হবে, রমযান মাস প্রশিক্ষণের মাস, এ মাসেই পবিত্র কোরআন নাযিল হয়েছে। মানব জাতির মুক্তির দিশারি পবিত্র আল কুরআনের সমাজ
Printed Edition

বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ,এইচ, এম হামিদুর রহমান আযাদ বলেছেন, পবিত্র রমযান মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে পরকালীন মুক্তির পথ সুদৃঢ় করতে হবে, রমযান মাস প্রশিক্ষণের মাস, এ মাসেই পবিত্র কোরআন নাযিল হয়েছে। মানব জাতির মুক্তির দিশারি পবিত্র আল কুরআনের সমাজ প্রতিষ্ঠা করতে পারলেই ইহকালিন কল্যান ও পরকালীন মুক্তির পথ সুদৃঢ় হবে। হামিদুর রহমান আযাদ আরো বলেন, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, শক্ত হাতে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। তিনি বলেন, রোজা পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করে মুত্তাকী হয়ে জান্নাতের আশায় নিজের জীবন কে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দেশের মানুষ সংস্কার চায়, সংস্কারের মাধ্যমে আগে দেশ কে জন্ঝাল মুক্ত করতে হবে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজারের কালার মারছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবুহেনা মুস্তফা জিহাদীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দু সাত্তারের সঞ্চালনায় কালার মারছড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। সমাবেশে আরো বক্তব্য প্রদান করেন, কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোছাইন, কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা কামরুল হাসান, মহেশখালী উপজেলা জামায়াতের উত্তরের আমির মাষ্টার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার বশির আহমদ, উপজেলা তরবিয়ত সেক্রেটারি মাওলানা ওসমান, সাবেক দায়িত্বশীল মাষ্টার ছিদ্দিক আহমদ, সাবেক আমির আব্দু শুক্কুর, শ্রমিক কল্যাণ উপজেলা উত্তরের সভাপতি হাফেজ আনছারুল করিম সহ জামায়াত শিবিরের নেতা কর্মীরা।
বিকেলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মাহে রমযানের তাৎপর্য নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মৌঃ মুজিবুল হক, অধ্যক্ষ মুজিবুর রহমান, মৌলনা, আব্দুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদ, মাষ্টার বেলাল হোসেন, মাষ্টার আব্দুল মাবুদ। প্রেস বিজ্ঞপ্তি।