জামায়াতে ইসলামী

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম ৯ আসনের পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেন- শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে ডা. এ কে এম ফজলুল হক ইতিমধ্যেই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতো সফল প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি মানুষের কল্যাণে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম-৯ আসন শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে নতুন মাত্রা পাবে।

সম্প্রতি বাকলিয়া ১৯ নম্বর ওয়ার্ডের উদ্যােগে নির্বাচনী সেন্টার কমিটি বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. এ কে এম ফজলুল হক বলেন, চট্টগ্রামের মানুষ যেন প্রকৃতভাবে উপকৃত হয়, সে লক্ষ্যে আমি নিজেকে সবসময় নিয়োজিত রাখব। সংকট ও দুর্যোগে আমি চট্টগ্রামবাসীর পাশে থাকব এবং জাতির প্রতি সৎ থেকে আমার দায়িত্ব পালন করব।

১৯নং ওয়ার্ড আমীর শেখ আহমদের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি সুলতান মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় উক্ত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, নায়েবে আমীর আবুল মনসুর প্রমুখ।

ঝিনাইদহ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন আমীর ও সেক্রেটারিদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবুবকর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা তারবিয়াতের সভাপতি মুহাদ্দীস রবিউল ইসলাম, কালীগঞ্জ উপজেলার সাবেক আমীর মাওলানা ওলিউর রহমান, সদর উপজেলার সাবেক আমীর মতিয়ার রহমান এবং গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড. মনোয়ার হোসেন।

বিএনপি

বাজিতপুর, কিশোরগঞ্জ : বিএনপির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কের নির্দেশনা উপেক্ষা করে কিশোরগঞ্জ জেলা বিএনপি কর্তৃক বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা ও সম্মেলন প্রস্তুতি সভার আয়োজনের প্রতিবাদে বাজিতপুর উপজেলা বিএনপির একাংশের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘরে ঘরে প্রচারের কর্মসূচি হিসেবে উঠান বৈঠক করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক ও নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মোঃ দুলাল হোসেন। সম্প্রতি উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নে পূর্বাচলের হারারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় হাজারো বাসিন্দাদের কাছে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের উন্নয়ন ও সুফল পরিকল্পনা তুলে ধরেন তিনি।

গাইবান্ধা

বাংলাদেশ ১জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা শহর শাখার ১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল শুক্রবার বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা শহর বিএনপির আহবায়ক মো. শহিদুজ্জামান শহীদ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল ও প্রধান বক্তা ছিলেন শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. মোস্তাক আহমেদ।

১নং ওয়ার্ড শহর বিএনপির আহবায়ক মাহাবুব রহমান মাহাবুবের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, শহর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. একেএম হানিফ বেলাল, আমান উল্লাহ চৌধুরী সাজু প্রমুখ।

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের পুনর্বিন্যাস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) সংসদ সদস্য প্রার্থী, উন্নয়ন এবং তিতাস উপজেলার এনসিপির বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন নিয়ে সংবাদ সম্মেলন করেছে তিতাস উপজেলার এনসিপির সভাপতি সাঈদ আহমেদ সরকার।

সম্প্রতি উপজেলার বাতাকান্দি বাজারে এনপিপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাঈদ আহমেদ সরকার বলেন, তিতাস ও হোমনা উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন রক্ষা করতে এই আসনটি নির্বাচন কমিশনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হোক। তিনি নিজেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের ইচ্ছা প্রকাশ করেছেন।