নারায়ণগঞ্জ চাষাঢ়া বাগে জান্নাত এলাকায় চেম্বার অফ কমার্স এর পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা জনাব গোলাম সারোয়ার সাঈদ এর উপর জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত।
সোমবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় দলটি।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলনা মঈন উদ্দিন আহমদ, মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন এক যৌথ প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, ৭ জুলাই নারায়ণ চাষাড়ায় চেম্বার অফ কমার্স এর পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা জনাব গোলাম সারোয়ার সাঈদ এর উপর জঘন্য হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা আহত, আমরা তাদের সুস্থতা কামনা করি।
নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসবাদ মানবতার শত্রু, যারা এই ধরনের নৃশংস কার্যকলাপে জড়িত, তারা সমাজ ও সভ্যতার কলঙ্ক, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো ধর্ম বা আদর্শ সন্ত্রাসবাদকে সমর্থন করে না। সন্ত্রাসীরা তাদের খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর হীন উদ্দেশ্যে এই হামলা চালিয়ছে।
তারা বলেন, আমরা খবর নিয়ে জেনেছি পতিত ফ্যাসিস্ট এর দোসর যারা বিগত ১৮ বছর নারায়ণগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে এবং সন্ত্রাসের গড ফাদার সেজে বসে ছিলেন তাদের সহযোগিতায় স্বেচ্ছাসেবক দলের কথিত নেতা সাখওয়াত ইসলাম রানার ইন্দনে গতকালকের এই হামলা হয়েছে। শুধু তাই নয় জুলাই আন্দোলনে যারা প্রকাশ্যে ছাত্রদের উপর গুলি চালিয়েছে সেই সন্ত্রাসী নূরুজ্জামান ও কাউসারকেও এই হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকতে দেখেছি যা সোস্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসী দেখেছে।
তারা বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, এই হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই ঘটনার সাথে বিএনপির দলীয় কোন ব্যক্তি জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা ও একই সাথে, ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য সতর্ক থাকার আহবান জানাচ্ছি।
একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান নেতৃবৃন্দ ।