জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট- ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইসলামী আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও কুরবানীর ইতিহাস। আমাদের উপর সীমাহিন জুলুম-নিপীড়ন চালানো হয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে ও কারাগারে আটকে রেখে শহীদ করা হয়েছে। নিবন্ধন ও প্রতীক কেড়ে নেয়া হয়েছে। এমনকি শেষ পর্যন্ত দলকেও নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা সত্য ও ন্যায়ের পথে অবিচল ছিলাম। যারা ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে তারাই বিজয় লাভ করে। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার কারণেই আমরা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। জাতির প্রত্যাশা পূরণে জামায়াতের পথ চলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ। তিনি বলেন, ২ হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে ৫ আগস্ট দেশে গণঅভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের এক বছর পর জুলাই সনদ হয়েছে। কিন্তু সেই জুলাই সনদে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রকৃত আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটেনি। জামায়াত সনদ সংস্কারের দাবি জানিয়েছে। জামায়াত নির্বাচনমূখী দল। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। তবে নির্বাচনের আগে সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জামায়াত ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নে জনমত সৃষ্টি করতে সংগঠনের সকল স্তরের দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি শুক্রবার (৮ আগস্ট) সিলেট মহানগর জামায়াত আয়োজিত দিনব্যাপী ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শিক্ষাশিবিরে সিলেট মহানগরীর সকল থানা, ওয়ার্ড ও ইউনিট জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি এডভোকেট মোঃ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, থানা আমীর ক্বারী আলা উদ্দিন, শফিকুল আলম মফিক, মু. আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম, শামীম আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মু. শাহেদ আলী ও ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন প্রমূখ।