চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে (সদর) নির্বাচনী মাঠ ক্রমেই সরগরম হয়ে উঠছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্তর্র্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শীতের সঙ্গে এসে জুড়েছে জাতীয় সংসদ নির্বাচন। ফলে ঠান্ডার মধ্যে রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়েছে শহর ও গ্রামগঞ্জের প্রতিটি কোণে। তফসিল ঘোষণার অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই ব্যস্ত রয়েছেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং এলাকার নানা সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সমাধানের আশ্বাস দিচ্ছেন। সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। যদি জনগণ আমাকে তাদের সেবক হওয়ার সুযোগ দেন, তাহলে আমি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের চরাঞ্চল ও শহরের উন্নয়নে নিরলসভাবে কাজ করবো। কুশল বিনিময়কালে ভোটারদের কাছ থেকে সাড়া পাচ্ছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
তিনি আশা করছেন, এবার নতুন মুখের দিকে চেয়ে আছে ভোটাররা। সাধারণ জনগনের মধ্যে ভোটের উৎসবমুখর মনোভাব তৈরি হয়েছে। আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকলের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে। বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে বদ্ধপরিকর। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নির্বাচনী লড়াই ঘিরে ভোটারদের আগ্রহ ও প্রত্যাশা এখন।