বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন বলেছেন, দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে কেউ দরিদ্র থাকবে না। কারণ দ্রারিদ্র দূর করার একমাত্র পথ হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। যা মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন। দেশ থেকে দারিদ্র দূর করতে হলে সর্বপ্রথম যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে। আর এ কাজটি সবার আগে করতে পারেন আমাদের ব্যবসায়ীগণ।

গত সোমবার ঠাকুরগাঁওয়ের একটি রেস্টুরেন্টে ব্যবসায়ীদের সংগঠন ‘ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন' এর ঠাকুরগাঁও জেলা শাখা আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মাহে রমজানের গুরুপূর্ণ শিক্ষাকে কাজে লাগিয়ে যেমন মানুষ তার জীবনকে সুন্দরভাবে পরিবর্তন করে পরকালীন লক্ষ্য অর্জন করতে পারবে, তেমনিভাবে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে একজন ব্যবসায়ী তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে মুনাফা অর্জনের পাশাপাশি ঈমানী দায়িত্বও পালন করতে পারবেন। এবং এটা একজন প্রকৃত ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব। ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা পরিচালনা করলে কখনোই অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য আকাশচুম্বী হবে না। অসৎ সিন্ডিকেট তৈরি হতে পারবে না। ফলে সাধারণ মানুষ ভোগান্তি থেকে রক্ষা পাবে।

সংগঠনের জেলা সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলা সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মোহাম্মদ আলমগীর, উপদেষ্টা অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ। সেক্রেটারি জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।