বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা ১২ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী সাইফুল আলম খান মিলন বলেছেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর ইসরাইল গণহত্যা চালাচ্ছে। মাহে রমযানের পবিত্র সময়ে খুবই বেদনাদায়ক অবস্থা হলো আমরা যখন ইফতার নিয়ে বসে আছি শান্তিপূর্ণভাবে, ঠিক সেই মুহূর্তে গাজায় গতকাল ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় বোমা হামলা করেছে, সেখানে প্রায় ৪৫০ জন নারী ও শিশুসহ সাধারণ মানুষ নিহত হয়েছে। আজকে সেখানে খাদ্য নেই, পানি নেই, হাসপাতালগুলো বোমা মেরে ধ্বংস করে দেয়া হয়েছে এবং গাজাতে কোন ত্রাণ ঢুকতে দেয়া হচ্ছে না। এসব কিছু করছে আমেরিকা এবং তার দোসর ইসরাইল।

গত বৃহস্পতিবার রাজধানীর নাখালপাড়ায় হাজী রেস্তোরাঁয় তেজগাঁও উত্তর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আল কুরআন ও আমাদের সমাজ শীর্ষক এ আলোচনা ও ইফতার মাহফিল থানা আমীর ও ২৫ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী হাফেজ আহসান উল্লাহ ও পরিচালনা করেন থানা সেক্রেটারি রাসিবুল হক নাসিফের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক হেমায়েত হোসেন, কাফরুল উত্তর থানা নায়েবে আমীর আলাউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য এনামুল হক, ইউনুস শেখ, ইঞ্জিনিয়ার মহসিন খান, সোলাইমান হোসেন, শূরা সদস্য রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মাস্টার নজরুল ইসলাম, নোমান উদ্দিন, আমিনুল ইসলাম, হাবীবউল্লাহ বাহার, মাও. নুর উদ্দিন, শ্রমিক নেতা খন্দকার শফিকুল আলম ও কাজী মুজিবুর রহমান প্রমুখ।

তিনি বলেন, মুসলমানরা আজকে নিজেদের কল্যাণের কথা বলে না, মুসলমানদের পক্ষে দাঁড়ায় না। সৌদি আরব নিজেদের টাকা আমেরিকাতে রাখে এবং সেটা দিয়ে আমেরিকা অস্ত্র বানায় আর সেই অস্ত্র দিয়ে ইসরাইল আমাদের ভাইদের বুক ঝাজরা করে দেয়। আজকে এ জুলুমের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এই জুলুমের অবসান ঘটা দরকার। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী মুসলিম উম্মাহর ঐক্য নিয়ে সবসময়ই সোচ্চার এবং বলিষ্ঠ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, রমযানের প্রকৃত শিক্ষা নিয়ে আমাদের সমাজ গঠন করতে হবে। আজকে পৃথিবীর দিকে দিকে মজলুম অসহায় মানুষ আর্তনাদ করছে। একমাত্র কুরআনের সমাজ বিনির্মানের মাধ্যমেই মানবতার মুক্তি নিহিত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।