বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক সরদার রুহিন হোসেন প্রিন্স বলেছেন, এ বছরের(২০২৫) ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। সিপিবির নেতৃত্বে বাম গণতান্ত্রিক জোট আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করতে প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, খুলনার ছয়টিসহ দেশের ৩০০ আসনেই কাস্তে মার্কা নিয়ে নির্বাচন করার মতো প্রার্থী বাম জোটের রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ঈদের আগের দিনের জাতির উদ্দেশে ভাষণকে কেন্দ্র করে দেশে নতুন সংকট তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন প্রিন্স। সরকার প্রধানের বর্তমান লন্ডন সফর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সাথে সাক্ষাৎকে ইতিবাচক উল্লেখ করে সরদার প্রিন্স বলেন, এখন বল ড. মোহাম্মদ ইউনুসের কোর্টে। তিনি তারেক রহমানের সাথে বৈঠক করে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন সেটি তিনি করতে পারেন। অন্যান্য রাজনৈতিক দলের সাথে যেমন সাক্ষাৎ হয়েছে তারেক রহমানের সাথে সাক্ষাতও তেমন উল্লেখ করে তিনি বলেন, এটি তিনি করতেই পারেন। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত মিট দ্যা প্রেসে এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার এখনও গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে পারেনি। অনেকগুলো সংস্কার কমিশন গঠন হলেও কমিশনের কোন সুপারিশ এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অথচ গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, বৈষম্যহীনতা এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম। দেশে এখন তিনটি অপশক্তি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পরাজিত শক্তি, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং অধিপত্যবাদী সাম্রাজ্যবাদী বিদেশী শক্তি। তিনি অবিলম্বে গণহত্যার বিচার দৃশ্যমান করা, নির্বাচন কমিশনে সংস্কার, প্রশাসনকে নিরপেক্ষ করা, নির্বাচন কালো টাকার খেলা বন্ধ করা, পেশীশক্তিমুক্ত ও ভয়ের সংস্কৃতি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এসময় তিনি কথা বলেন, দেশের স্বার্থবিরোধী কাজ থেকে সরকার না পেছালে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে দেশপ্রেমিক গণতান্ত্রিক জনগণের রোড মার্চ অনুষ্ঠিত হবে বলেও তিনি ঘোষণা দেন। সিপিবি খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিবির খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশিদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এডভোকেট নিত্যানন্দ ঢালী, মিজানুর রহমান বাবু প্রমুখ।