নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কাচারি মসজিদ সংলগ্ন স্থান থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক, হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ; সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলা শাখার সহকারী সেক্রেটারি এবং জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাছুম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জেলা বাইতুল মাল সম্পাদক নিজাম উদ্দিন।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাহাফুজুল হক নয়ন এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ হুজাইফা। এছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
এ কর্মসূচিতে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।